পর্যটন বিচিত্রা প্রতিবেদন
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ‘সুজানগর’ আগর গাছের প্রধান উৎস। মূলত আগর কাঠের নির্যাস থেকে এক ধরনের সুগন্ধি আতর তৈরি হয়। এছাড়া বিশেষ কিছু চিকিৎসার ক্ষেত্রে আগর তেলের ব্যবহার রয়েছে। এখানকার আগর-আতর বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। আগর গাছ কেটে বিশেষভাবে সংরক্ষণ করা হয়। কাঠে ছত্রাক সংক্রমণের মাধ্যমে সুগন্ধি তৈরির উপযুক্ত অংশ তৈরি হয়। তারপর সেই অংশ থেকে বিশেষ পদ্ধতিতে আতর নিষ্কাশন করা হয়। এটা শুধু একটা ব্যবসা না, একটা ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে গেছে মৌলভীবাজারের মানুষের জীবনে।
এই আতর খুবই দামী ও আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদাসম্পন্ন। একে অনেক সময় “সুবাসের সোনা” বলা হয়। মৌলভীবাজার থেকে উৎপাদিত আগর আতর শুধু বাংলাদেশেই নয়, ভারত, মধ্যপ্রাচ্য, এমনকি ইউরোপ পর্যন্ত রফতানি হয়।