কিছু কিছু মানুষের কাছে শপিং মল কেবলই প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহের জায়গা। আবার কারও কারও কাছে শপিং মল হলো একই সঙ্গে কেনাকাটা করা এবং বন্ধু, পরিবার-পরিজন ও সহকর্মীদের সঙ্গে আনন্দ-আড্ডায় মেতে ওঠার জায়গা। বিভিন্ন দেশে গড়ে ওঠা বিশাল শপিং মলগুলো যেন সেসব দেশের সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে। বিশ্বের এমন বড় বড় ১০ শপিং মলের একটি তালিকা করেছে ওয়ার্ল্ড অ্যাটলাস।
তালিকা অনুযায়ী ১০ বড় শপিং মলগুলো হলো—ইরান মল, আইওআই সিটি মল, সাউথ চায়না মল, ইস্পাহান সিটি সেন্টার, এসএম মল অব এশিয়া, এসএম তিয়ানজিন, গোল্ডেন রিসোর্সেস মল, সেন্ট্রাল প্লাজা ওয়েস্টগেট, সেন্ট্রাল ওয়ার্ল্ড, আইকনসিয়াম। বড় শপিংমলগুলোর বেশির ভাগেরই অবস্থান চীন ও থাইল্যান্ডে। চলুন জানি কি আছে এসব শপিং মলগুলোতে।
ইরান মল, তেহরান
বিশ্বের সবচেয়ে বড় এই শপিং মলটির অবস্থান ইরানের রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমে। বিশাল আকারের এ শপিং মলের ভেতরে ব্যবহারযোগ্য জায়গার পরিমাণ প্রায় ২ কোটি ১০ লাখ বর্গফুট। বিশ্বের বড় বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং সামাজিক কেন্দ্রগুলোর একটি ইরান মল। এ ছাড়া ভবনের ভেতরে অর্থনৈতিক কার্যক্রমের জায়গা, খুচরা দোকানপাট ও সাংস্কৃতিক কেন্দ্র, বিনোদনের এলাকা, একটি হোটেল এবং পার্কিংয়ের কিছু জায়গা আছে। মলের ভেতরে সাতটি তলায় ৭০৮টির মতো খুচরা দোকান আছে।
আইওআই সিটি মল, মালয়েশিয়া
মালয়েশিয়ার সেপাং অঞ্চলে আইওআই সিটি মলের অবস্থান। এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বড় শপিং মল। সেখানে ৮৮ লাখ বর্গফুট জায়গাজুড়ে ৬৫০টির বেশি দোকানপাট ছড়িয়ে-ছিটিয়ে আছে। শপিং মলটির ভেতরে বেশ কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর, রেস্তোরাঁ, ক্যাফে, একটি ডিস্ট্রিক্ট ২১ থিম পার্ক এবং আইস স্কেটিংয়ের একটি জায়গা আছে। বিলাসবহুল কয়েকটি ব্র্যান্ডের দোকান আছে এখানে।
সাউথ চায়না মল, চীন
চীনের দংগুয়ানে অবস্থিত এ মলটি বিশ্বের তৃতীয় বৃহত্তম শপিং মল। ৭১ লাখ বর্গফুটের বিশাল শপিং সেন্টারে দর্শনার্থীদের বিনোদনের জন্য আছে রোলার কোস্টারসহ বিভিন্ন রাইডের ব্যবস্থা। তবে আকারে বিশাল হলেও দুর্ভাগ্যজনক বিষয় হলো, এখানে ব্যবসা-বাণিজ্য খুব একটা জমে উঠতে পারেনি। ক্রেতাদের আনাগোনা সেখানে খুব একটা দেখা যায় না। ব্যবসা-বাণিজ্য কম হওয়ায় অনেকে একে ‘ঘোস্ট মল’ নামে ডেকে থাকেন। এই শপিং মল থেকে একটি শিক্ষণীয় বার্তা নেওয়ার আছে। তা হলো শুধু জাঁকজমক থাকলেই হয় না। অত্যন্ত জাঁকজমকপূর্ণ জায়গাগুলো তখনই সফল হতে পারে, যখন এর পর্যাপ্ত চাহিদা থাকে।
ইস্পাহান সিটি সেন্টার, ইরান
বিশ্বের চতুর্থ বড় শপিং মল ইস্পাহান সিটি সেন্টার। ২০১২ সালে ইরানে এই শপিং মলটি চালু হয়। ভবনের ভেতরে ব্যবহারযোগ্য জায়গার পরিমাণ ৭০ লাখ বর্গফুট। সেখানে আছে একটি জাদুঘর, একটি ইনডোর থিম পার্ক, একটি বিনোদনকেন্দ্র, একটি বড় সুপার স্টোর, রেস্তোরাঁ এবং বাণিজ্যকেন্দ্র। এ ছাড়া সেখানে ৭৫০টির বেশি খুচরা দোকানপাট আছে। আছে একটি পাঁচ তারকা হোটেলও। এত এত সুবিধাসম্পন্ন শপিং মলটি যে ইরানের অন্যতম একটি বিখ্যাত শপিং মল, তা আর বলার অপেক্ষা রাখে না।
এসএম মল অব এশিয়া, ফিলিপাইন
ফিলিপাইনের ম্যানিলা উপসাগরের মধ্যে নতুন করে গড়ে তোলা একটি জায়গার ওপর স্থাপিত এই শপিং মলটি সত্যিই বিস্ময়কর। তালিকায় ৫ নম্বরে থাকা এই শপিং মলটির ভেতরে ব্যবহারযোগ্য জায়গার পরিমাণ ৬৩ লাখ বর্গফুট। দর্শনার্থীদের আকর্ষণ করার জন্য শপিং মলটির ভেতরে আছে একটি আইম্যাক্স থিয়েটার, অত্যাধুনিক রেস্তোরাঁ, সব বয়সীর জন্য আইস স্কেটিং করার উপযোগী একটি জায়গা, পাঁচটি হোটেল এবং দ্য গ্যালিয়ন মিউজিয়াম নামের একটি সামুদ্রিক জাদুঘর। বিভিন্ন জাহাজের টুকরাসহ বিশ্বের বিভিন্ন শিল্পকর্মের প্রদর্শনী হয় এখানে।
এসএম তিয়ানজিন, চীন
চীনে অবস্থিত আরেকটি বিশাল শপিং মল হলো এসএম সিটি তিয়ানজিন। এর ভেতর ৬০ লাখ বর্গফুটের চেয়ে সামান্য কিছু বেশি ব্যবহারযোগ্য জায়গা আছে। শপিং মলটিতে আড়াই হাজারের বেশি দোকানপাট আছে। পাঁচটি আলাদা আলাদা ভবনের সমন্বয়ে শপিং মলটি গড়ে উঠেছে। ভবনগুলোকে আলাদা পাঁচটি নাম দেওয়া হয়েছে। সেগুলো হলো আর্থ, ফায়ার, ওয়াটার, মেটাল ও উড। ২০১৬ সালে ব্যস্ততম তিয়ানজিন এয়ারপোর্ট ইকোনমিক এরিয়ায় এই শপিং মলের যাত্রা শুরু হয়।
গোল্ডেন রিসোর্সেস মল, চীন
বড় এই শপিং মলের অবস্থানও চীনে। বেইজিংয়ের হাইদিয়ান এলাকার এ মলটি প্রকৌশল এবং ভোগবাদের এক আকর্ষণীয় নিদর্শন। এটি বিশ্বের সপ্তম বৃহত্তম শপিং মল। এর ভেতরে জায়গার পরিমাণ ৬০ লাখ বর্গফুটের বেশি। ছয়তলার এই শপিং মলে ২০৬ ফুট লম্বা একটি প্রবেশদ্বার আছে। মলের কাছাকাছি কৌশলগত জায়গায় দুটি নতুন পাতাল রেল যুক্ত করার কারণে সেখানে মানুষের আনাগোনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কেনাকাটার ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা পেতে প্রতিবছর লাখ লাখ অতিথি এই মলে ভিড় করেন।
সেন্ট্রাল প্লাজা ওয়েস্টগেট, থাইল্যান্ড
থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশে অবস্থিত সেন্ট্রাল প্লাজা ওয়েস্টগেট দেশটির বৃহত্তম শপিং মল। কয়েক তলা এই ভবনের ভেতরে ৫৯ লাখ বর্গফুটের বেশি জায়গা আছে। এটিকে দক্ষিণ–পূর্ব এশিয়ার ‘সুপার রিজিওনাল মল’ হিসেবে এটিকে গণ্য করা হয়। শপিং মলটি থাইল্যান্ডকে একটি সমৃদ্ধ আঞ্চলিক কেনাকাটার কেন্দ্রে রূপান্তর করতে পেরেছে। এই মলে ৫০০টির বেশি থাই ও আন্তর্জাতিক ব্র্যান্ড এবং ২০০টির বেশি রেস্তোরাঁ রয়েছে।
সেন্ট্রাল ওয়ার্ল্ড, থাইল্যান্ড
এই শপিং মলেরও অবস্থান থাইল্যান্ডে। দেশটির রাজধানী ব্যাংককে সেন্ট্রাল ওয়ার্ল্ড শপিং মলের অবস্থান। এটিও প্রায় সেন্ট্রাল প্লাজা ওয়েস্টগেট মলের মতোই বড়। সেন্ট্রাল ওয়ার্ল্ড শপিং মলে আছে ৫০০টি দোকানপাট, ১০০টি রেস্তোরাঁ ও ক্যাফে এবং ১৫টি প্রেক্ষাগৃহ। এ ছাড়া সেখানে বাচ্চাদের খেলাধুলার জায়গা ও দুটি ডিপার্টমেন্ট স্টোর আছে। শপিং মলের ভেতরে আইস স্কেটিং করার একটি জায়গাও আছে।
আইকনসিয়াম, থাইল্যান্ড
বড় শপিং মলের তালিকায় থাকা আইকনসিয়াম মলটিরও অবস্থান থাইল্যান্ডের ব্যাংককে। নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই শপিং মলটি একটি অনন্য নিদর্শন হয়ে উঠেছে। এর ভেতর খুচরা দোকানপাটের পাশাপাশি একটি ভাসমান বাজার আছে। সেখান থেকে ক্রেতারা খাদ্যপণ্য কিনতে পারেন। ২০১৮ সালে এই শপিং মলটি চালু হয়। ৫৬ লাখ বর্গফুটের বেশি জায়গাজুড়ে আইকনসিয়াম শপিং মলটি পরিচালিত হয়।