পর্যটন বিচিত্রা ডেস্ক
অবিশ্বাস্য মনে হলেও ইউরোপের একটি মনোমুগ্ধকর শহরে এমন অভিজ্ঞতার স্বাদ নিতে পারবেন ভ্রমণপ্রেমীরা।
সুইজারল্যান্ডের বাসেল শহর। দেশটির দক্ষিণ–পশ্চিমে রাইন নদীর তীরে এ শহরের অবস্থান। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ঐতিহাসিকভাবেও সমৃদ্ধ এ শহর। সুইজারল্যান্ড, ফ্রান্স ও জার্মান সীমান্তের সংযোগস্থল বাসেল। ইউরোপের শহরটিতে গেলে ১০ সেকেন্ডে এই তিন দেশের মাটিতে পা রাখার অসাধারণ অভিজ্ঞতা নিতে পারবেন একজন পর্যটক।
বাসেল শহরের ভৌগোলিক অবস্থানও গুরুত্বপূর্ণ। ইউরোপের অনেকগুলো বিস্ময়ের একটি এ শহর। এটির শহরতলি সুইজারল্যান্ড ছাড়িয়ে মিলেছে ফ্রান্স ও জার্মানির সঙ্গে। এটি এমন একটি এলাকা যেখানে সীমান্ত শুধু মানচিত্রের একটি রেখা। রাইন নদীর স্রোতের মতো উন্মুক্তভাবে নানা সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে এখানে।
ভৌগোলিক স্বতন্ত্র বৈশিষ্ট্যের পাশাপাশি সুইজারল্যান্ডের সাংস্কৃতিক কেন্দ্রগুলোর একটি হিসেবেও পরিচিত বাসেল শহর। এখানকার প্রধান আকর্ষণগুলোর একটি হলো ওল্ড টাউন বা পুরোনো শহর। মধ্যযুগীয় ইতিহাসের চিহ্ন ধারণ করে আছে বাসেল শহরের এ অংশ।