■ পর্যটন বিচিত্রা প্রতিবেদন
সরকার রূপ রাম দাশ গুপ্ত নামে স্থানীয় এক ব্যক্তি এই মঠটি নির্মাণ করেছিলেন বলে জানা যায়। এটি মাহিলারা মঠ নামেও অনেকের কাছে পরিচিত। এই মঠটির সাথে ইটালির পিসা টাওয়ারের মিল রয়েছে বলে অনেকে অভিমত করেন।
এখানে দুর্গা পূজা, নগর কীর্তন,অক্ষয় তৃতীয়ায় যজ্ঞ,রথযাত্রা সহনানা অনুষ্ঠান হয়। প্রথমে এটি জঙ্গল আবৃত ছিল।পরবর্তীতে শ্রী হরলাল গোসাম্বী এ স্থানের মাহাত্ম্য বুঝতে পারেন। তিনি ছিলেন নিগমান্দ সরস্বতীর শিষ্য।তিনি এখানে প্রথম সাধনা শুরু করেন।
বর্তমানে এটি বাংলাদেশের মধ্যে সুন্দর মন্দিরগুলোর মধ্যে অন্যতম। কিন্তু সংরক্ষণের অভাবে এর গুরুত্বকমছে। তাই, সরকারের সহোযোগিতা প্রয়োজন।