পর্যটন বিচিত্রা ডেস্ক
চট্টগ্রাম শহর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত সীতাকুণ্ড ইকো পার্ক। পরিবেশের ভারসাম্য, ভ্রমণপিপাসু পর্যটকদের চাহিদা ও স্থানীয় মানুষের সার্বিক কল্যাণ ও উন্নয়নের কথা চিন্তা করে এই এলাকায় ইকো-ট্যুরিজমের গুরুত্ব ও চাহিদা রয়েছে।
সীতাকুণ্ড ইকো পার্ক বর্তমানে অসাধারণ এক পর্যটন স্থান হিসাবে বিবেচনা করা হয়। এখানে সহস্র ধারা এবং সুপ্তধারা নামে দুটি অনিন্দ্য সুন্দর ঝরনা রয়েছে। এছাড়া সীতাকুণ্ড ইকো পার্কে রয়েছে অসংখ্য দুর্লভ প্রজাতির গাছ। বোটানিক্যাল গার্ডেনে রয়েছে অর্কিড হাউস। এখানে প্রায় ৫০ ধরনের দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির অর্কিড সংরক্ষিত রয়েছে।
পাহাড়, বৃক্ষরাজি, বন্যপ্রাণী, ঝরনা, পাখির কলরব ইকো পার্কটিকে আরও সমৃদ্ধ করেছে। উঁচুনিচু পাহাড়ে আছে বানর, খরগোশ ও হনুমানসহ বিভিন্ন বন্যপ্রাণী। আছে অর্জুন, চাপালিশ, জারুল, তুন, তেলসুর, চুন্দুলসহ আরও অনেক ফুল, ফল ও ঔষধি গাছ।
সীতাকুণ্ড ইকো পার্কে চাইলে পিকনিক করতে পারবেন। এখানে পর্যাপ্ত খাবার পানি, রেস্টহাউস, টয়লেট ইত্যাদির সুবিধাসহ পিকনিকের জন্য রয়েছে যাবতীয় আয়োজন।
কীভাবে যাবেন
ঢাকা থেকে সড়ক ও রেলপথে সীতাকুণ্ড যেতে পারবেন। রেলপথে যেতে চাইলে আন্তঃনগর ট্রেনে সরাসরি চট্টগ্রামে যেতে হবে। পরবর্তীতে চট্টগ্রাম থেকে সড়কপথে সীতাকুণ্ড আসতে হবে।