পর্যটন বিচিত্রা প্রতিবেদন
RAJ হলো রাজশাহীর সংক্ষিপ্ত রূপ আর ROYAL এসেছে সেই সোনালী ইতিহাস থেকে যখন ব্রিটিশ রাজ রাজশাহী বেঙ্গল প্রেসিডেন্সির একটি বিভাগীয় রাজধানী ছিল। চমৎকার দৃশ্য, গ্র্যান্ড ইভেন্ট ভেন্যু ও অনন্য ডাইনিং অভিজ্ঞতা উপভোগ করার জন্য এই হোটেল একটি বিস্ময়কর জায়গা। আন্তর্জাতিক মানের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই হোটেল। হোটেলটি ইতোমধ্যে ভ্রমণকারীদের কাছে প্রধান পছন্দ হিসাবে খ্যাতি অর্জন করেছে। কাজেই যারা সময় কাটাতে চান তাদের জন্য এটি অনন্য একটি আশ্রয়স্থল।
রয়েল রাজ হোটেল মনে করে, প্রতিটি গ্রাহকের আলাদা চাহিদা রয়েছে। তাই সব অতিথির জন্য সমানভাবে হোটেলের সুযোগ সুবিধাগুলি পর্যাপ্ত ও সহজলভ্য করার বিষয়ে খেয়াল রাখা হয়। তবে কোনো ক্ষেত্রে সম্ভব না হলে উপযুক্ত বিকল্প প্রস্তাব করার চেষ্টা করা হয়।
হোটেলের সুযোগ-সুবিধাসমূহ-
* ব্লু ব্যাজ গাড়ি পার্কিং * রেস্টুরেন্ট ও মিটিং রুম * বাথরুম * বেডরুম * বাঁধাই করা মেন্যু * সতেজ ও সুস্বাদু খাবার পরিবেশন।
বিশ্বমানের আতিথেয়তা সুবিধা
রয়্যাল রাজে রয়েছে বিশ্বমানের আতিথেয়তা সুবিধা। গ্র্যান্ড লবিতে পা দেয়ার সাথে সাথে আপনাকে স্বাগত জানানো হবে। হোটেলটির কক্ষগুলো এমনভাবে নকশা করা যাতে এর স্যুইটগুলি থেকে শহরের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। ফলে একজন ব্যবসায়িক ভ্রমণকারী বা পর্যটকের জন্য রয়্যাল রাজের সব সময় বিশেষ অফার সুবিধা রয়েছে।
এছাড়া হোটেলের সীমানা ছাড়িয়ে রাজশাহীর প্রাণবন্ত স্থানীয় সংস্কৃতি, ঐতিহাসিক নিদর্শন ও চারপাশে থাকা সবুজ বাগানগুলিতে চাইলে ঘুরে আসতে পারেন। সেক্ষেত্রেও স্থানীয় ট্যুর আয়োজনে সহায়তা করতে প্রস্তুত থাকে রয়্যাল রাজের নিবেদিত একটি টিম; যাতে আপনার রাজশাহী ভ্রমণ সত্যিই অবিস্মরণীয় হয়ে থাকে।
বুকিংয়ের জন্য যোগাযোগ
২৬, ২৭ গণকপাড়া, বোয়ালিয়া, রাজশাহী।
মোবাইল- +৮৮০২৫৮৮৮৫৬৪৪২, +৮৮০২৫৮৮৮৫৬৪৪৪, হটলাইন-+৮৮০১৩২১২৩১৭৫৬
ইমেল: [email protected]
ওয়েবসাইট: www.royalrajbd.com