পর্যটন বিচিত্রা ডেস্ক
সমুদ্রের বিশাল জলরাশি বঙ্গোপসাগর ভ্রমণে চট্টগ্রাম শহর তাদেরকে চুম্বকের মতো আকর্ষণ করে। আর এসব পর্যটকদের বরণ করে নিতে চট্টগ্রাম শহরে রয়েছে বিলাসবহুল সব হোটেল। তার মধ্যে হোটেল আগ্রাবাদ অন্যতম। এটি একটি পাঁচতারকা হোটেল।
মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে হোটেল আগ্রাবাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। রেডক্রিসেন্ট এর কার্যক্রম হোটেল আগ্রাবাদ থেকে পরিচালিত হতো। একসময় হোটেল আগ্রাবাদ ছিল চট্টগ্রামের মানুষের কাছে স্বপ্নের মতো এক ব্যাপার। এই হোটেলের ইছামতি হল রুম থেকে চট্টগ্রামের সাংস্কৃতিক বিকাশে অনেক কর্মকান্ড পরিচালিত হয়েছে। বিদেশি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রদূত, সরকারি উচ্চপর্যায়ের মন্ত্রী, এমপি, দেশি-বিদেশি খেলোয়াড়, সরকারি-বেসরকারি সংস্থার উচ্চপর্যায়ের কর্মকর্তারা চট্টগ্রামে গেলে হোটেল আগ্রাবাদেই অবস্থান করেন। বর্তমানে এই হোটেল চট্টগ্রামের হোটেল-মোটেল ব্যবসার পথিকৃৎ হয়ে কাজ করছে।
চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে ১৯৬৯ সালে হোটেল আগ্রাবাদ নির্মাণ করা হয়। এটি অবস্থিত আগ্রাবাদ সাবদের আলী রোডে। এই হোটেলের প্রতিষ্ঠাতা মরহুম সাবদার আলী। বর্তমানে হোটেল আগ্রাবাদের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম হাকিম আলী।
হোটেলের অবস্থান
হোটেলটি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় অবস্থিত। চট্টগ্রাম বন্দও থেকে ৫ কিলোমিটার, চট্টগ্রাম আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার এবং রেলওয়ে স্টেশন থেকে ৩.৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত। আপনি যেকোনো পয়েন্ট থেকে খুব সহজে রিকশা বা সিএনজিচালিত অটোরিকশা নিয়ে আসতে পারেন।
হোটেলের সুযোগ সুবিধা
হোটেল আগ্রাবাদে রয়েছে ১০১টি রুম। দেশি বিদেশি অতিথিদের আকর্ষণীয়ভাবে স্বাগত জানাতে তারা বদ্ধপরিকর। হোটেলে রয়েছে ৪টি উচ্চ মানসম্মত রেস্তোরাঁ। দেশি-বিদেশি নানা পদের খাবার রয়েছে এসব রেস্তোরাঁয়। অতিথিরা তাদের পছন্দ মতো খাবার অর্ডার করতে পারেন। এছাড়া হোটেল আগ্রাবাদে আরও যেসব সুবিধা পাবেন: বাফেট ব্রেকফাস্ট, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সুবিধা, সুইমিংপুল, সামাজিক/কর্পোরেট মিটিংয়ের জন্য বিশেষ রুম, অত্যাধুনিক ডিজাইনের বাথরুম, বেডরুমে পার্সোনাল জিনিস রাখার জন্য আধুনিক পাসওয়ার্ড লকারের ব্যবস্থা, গেমিং রুম, লিফট ব্যবস্থা, সন্ধ্যায় বিনোদনের ব্যবস্থা, ফিটনেস এক্সারসাইজ সেন্টার, আয়রনিং/লন্ড্রি ব্যবস্থা, মিনি বার, ফ্যাক্স, ফটোকপি সুবিধা, সিসিটিভি ও নিরাপত্তার সর্বোচ্চ সুবিধা, পার্লার, থাই স্পা সার্ভিস, স্টিম রুম, স্টিম বাথ, নামাজের আলাদা সব ব্যবস্থা, কনফারেন্স রুম, ঝরনাসহ সুসজ্জিত বাথটা, হেয়ার ড্রায়ার ব্যবস্থা, এলএডি টিভি, এয়ার কন্ডিশন, চা/কফি মেকার ব্যবস্থা, সার্বক্ষণিক জেনারেটর সুবিধা, টিকিট সার্ভিস, ২৪ ঘণ্টা রুম সার্ভিস, বাস স্টেশন অথবা এয়ারপোর্ট থেকে হোটেলে চেকইন করা ও চেকআউটের পর হোটেলের ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ।
হোটেলের রুমের ধরন
হোটেল আগ্রাবাদে ৬টি ফ্লোরে ১০১টি রুম রয়েছে। একক রুম রয়েছে ৪৫টি, ডাবল রুমের সংখ্যা ১৬টি, যার মধ্যে দুটি পৃথক বেড রয়েছে ৩৪টি, ডাবল বেড আছে ৩টি।
এক্সিকিউটিভ ডিলাক্স রুম
এই রুমগুলো খুবই নান্দনিকভাবে সাজানো। রুমগুলোর পরিসর বড় হওয়ায় আপনি বেশ স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। বেডরুমের পাশে আছে গল্প করার জন্য সোফা সেট। অফিসের টুকটাক কাজ সেরে ফেলার জন্য রয়েছে একটা রাইটিং টেবিল। লন্ড্রি করার সুবিধা, থাকছে একটি বড় আলমিরা। রুমের চারপাশজুড়ে পাবেন আভিজাত্যের ছোঁয়া। আরও যেসব সুবিধা রয়েছে-দুজনের জন্য থাকছে একটি কুইন সাইজ বেড, এটাচ বাথরুম, লিভিং স্পেস, চা/কফি মেকার, অফিশিয়াল টেবিল, এয়ার কন্ডিশন, লকার, আলমিরা, এলএডি টিভি ও ফ্রি-ওয়াইফাই।
প্রিমিয়ার রুম
হোটেল আগ্রাবাদের প্রথম ফ্লোরে গেলেই দেখা মিলবে প্রিমিয়ার রুমগুলো। এখানে রয়েছে কুইন সাইজের বেড সিঙ্গেল/কাপল স্বাচ্ছন্দ্যে থাকার সুবিধা, রুমের বিছানা ও সোফা সেট খুবই আরামদায়ক। রুমটি অনেক বড় হওয়ায় নিজেদের মন মতো করে সময় কাটানো যাবে। রুমের সব জিনিসপত্র, বাথরুম খুবই উন্নত এবং আধুনিক ডিজাইনের। দুজনের জন্য রয়েছে চা/কফি বানিয়ে খাওয়ার সুযোগ। ব্যক্তিগত সময় কাটানোর জন্য রয়েছে আলাদা স্থান। রয়েছে রাইটিং টেবিল। আরও যেসব সুবিধা পাবেন: অত্যাধুনিক ডিজাইনের বাথরুম, লিভিং রুম, বাথরুম পোশাক , স্বাস্থ্যসেবা উপকরণ, মিনি বার, অফিশিয়াল রাইটিং/ওয়ার্ক টেবিল, আলমিরা, এলএডি টিভি, ক্যাবল চ্যানেল, পাসওয়ার্ড লকার, আয়রন টেবিল, চা/কফি তৈরির রেডি উপকরণ ও ফ্রি-ওয়াই ফাই।
জুনিয়র স্যুইট রুম
কুইন সাইজের বেডরুম জুড়ে থাকছে দুজনের জন্য সু-ব্যবস্থা। রুমের আসবাবগুলো খুবই আরামদায়ক হওয়ায় আপনি খুব শান্তি অনুভব করবেন। আকর্ষণীয় বাথরুমে রয়েছে খুবই নান্দনিক বেসিন, গরম/ঠান্ডা পানির ব্যবস্থাসহ প্রয়োজনীয় জিনিস। অতিথি আপ্যায়নের জন্য রয়েছে লিভিং রুম। ভালো মুহূর্ত কাটানোর জন্য পাবেন বিশেষ বিনোদনের ব্যবস্থা। আরও যেসব সুবিধা পাবেন: এটাচ বড় বাথরুম, ডাবল বেসিন, মাইক্রোওয়েভ ওভেন, ডাইনিং সুবিধা,মিনি বার, আয়রন/লন্ড্রি টেবিল, হেয়ার ড্রায়ার, বাথরুম পোশাক, চা/কফি তৈরির রেডি উপকরণ ও লেখার টেবিল।
রয়্যাল স্যুইট
অত্যাধুনিক লাক্সারিয়াস রয়্যাল স্যুইটে আপনি পাবেন বিশ্বমানের সব সুবিধা। হোটেল আগ্রাবাদের সব থেকে ব্যয়বহুল রুম হলো রয়্যাল স্যুইট। হোটেলের চতুর্থ তলায় এ রুমের অবস্থান। রয়্যাল স্যুইটের রুমগুলো বিশ্বমানের হোটেলগুলোর থেকে কোনো অংশে কম নয়। বিশাল বেডরুম। আছে অতিথি আপ্যায়নের ব্যবস্থা। আলাদাভাবে রয়েছে বিনোদনের ব্যবস্থা। রয়্যাল স্যুইটের নজরকাড়া ডিজাইনে যে কেউ মুগ্ধ হবেন। আরও যেসব সুবিধা রয়েছে-একটি কিং সাইজের বেড সিঙ্গেল/কাপলের জন্য হাই কোয়ালিটির রুম, আধুনিক এটাচ বাথরুম, লিভিং রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, অফিশিয়াল রাইটিং/ওয়ার্ক টেবিল, আলমিরা, ড্রেসিং টেবিল, ৪২’ ইঞ্চি এলসিডি টিভি, পাসওয়ার্ড লকার, আয়রন টেবিল, চা/কফি তৈরির রেডি উপকরণ ও ফ্রি-ওয়াইফাই।
বুকিংয়ে করার উপায়
১৬৭২ সাবদের আলী রোড, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, আগ্রাবাদ, চট্টগ্রাম। ফোন-০৯৬১২-৬০০৫০০
ইমেল: [email protected]
ফেসবুক পেজ:https://www.facebook.com/HotelAgrabadChattogram
ঢাকা অফিস
রোড #৪, বাড়ি #২৫, বøক # এফ, বনানী, ঢাকা-১২১৩
ফোন: ০২২২৬৬০৩৪১০ মোবাইল: ০১৭৬৬৬৬৫১৫৩
ইমেইল: [email protected]