পর্যটন বিচিত্রা ডেস্ক
ম্যাপস অব ইন্ডিয়ার হোটেল আবাসন ইউনিটগুলোর জাতীয় ডাটাবেস অনুসারে কেরালায় বর্তমানে পাঁচতারকা হোটেলের সংখ্যা ৪৬টি। শিল্প পর্যবেক্ষকরা ভাষ্যমতে, করোনা মহামারির দুই বছরের মন্দা কাটিয়ে পর্যটন খাতে নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে কেরালা। গত তিন দশক ধরে এই রাজ্যে তার পর্যটন শিল্প যত্ন সহকারে লালনপালন করছে, তার প্রমাণ রাজ্যের পর্যটন খাতের বর্তমান পরিস্থিতি।
কেরালার পর্যটন পরিচালক পিবি নুহ জানান, বর্তমানের এই পাঁচতারকা হোটেলের সংখ্যা বৃদ্ধি রাজ্য সরকার ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগের ফল। রাজ্য সরকার অবকাঠামো ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করে। আর বেসরকারি খাতগুলো নতুন পর্যটনের সুবিধা দেয়।হোটেলের সংখ্যা বৃদ্ধিতে মিটিং, প্রণোদনা, সম্মেলন, প্রদর্শনী এসব ক্ষেত্রে পর্যাপ্ত বাসস্থানের অভাব দূর করা সম্ভব। এছাড়া আতিথেয়তা খাতেও ক্যারিয়ার গঠনের নতুন সুযোগ তৈরি হবে।
একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও অংশীদারদের স্বার্থ বজায় রাখার মাধ্যমে দায়িত্বশীল পর্যটন খাতের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে কেরালা। কেরালা ট্রাভেল মার্ট সোসাইটির সেক্রেটারি জোসে প্রদীপের মতে, হোটেলের এই সংখ্যা বৃদ্ধি সাম্প্রতিক নয়। ২০১৪ সালের আগস্টে ওমেন চান্ডি সরকারের নতুন ‘মদনীতি’ বাস্তবায়নের পর পাঁচতারকা হোটেলের সংখ্যা ক্রমে বৃদ্ধি পেয়েছে।