পর্যটন বিচিত্রা ডেস্ক
সৌদি আরব সরকার ‘পার্সোনাল ভিজিট ভিসা’ চালু করেছে। এই ভিসার মাধ্যমে সৌদি আরবের নাগরিকরা এখন থেকে তাদের বিদেশি মুসলিম বন্ধুদের ওমরাহ পালনের দাওয়াত দিতে পারবেন। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) এক টুইট বার্তায় মন্ত্রণালয় জানায়, ‘পার্সোনাল ভিজিট ভিসা’ অনলাইনে পাওয়া যাবে। এই ভিসার জন্য সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে। নতুন চালু হওয়া এই ভিসা দিয়ে একবার বা অনেকবার সৌদি আরবে প্রবেশ করা যাবে। সেইসঙ্গে পবিত্র মক্কা ও মদিনা নগরী ছাড়াও ওমরাহর দাওয়াত প্রাপ্তরা সৌদি আরবের বিভিন্ন পর্যটন স্পটে যেতে পারবেন। আর এই ভিসাপ্রাপ্ত ব্যক্তি ৯০ দিন পর্যন্ত দেশটিতে অবস্থান করতে পারবেন।
এদিকে শুক্রবার (২১ জুলাই) সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা চলতি বছরের ওমরাহ মৌসুম শুরু করতে প্রস্তুত। বর্তমানে হজের পর হাজিদের দেশে ফেরা সহজ করতে এবং পবিত্র স্থানগুলো ও বিমানবন্দরগুলোতে ভিড় এড়াতে কয়েক সপ্তাহ পর্যন্ত ওমরাহর যাত্রীদের আগমন বন্ধ রাখা হয়।
সৌদি আরব ২০১৬ সালে চালু হওয়া তাদের ভিশন ২০৩০কে সামনে রেখে পর্যটন শিল্পকে চাঙ্গা করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দেশটি তেলের ওপর নিজেদের অর্থনীতির নির্ভরশীলতা হ্রাস করতে এবং নতুন শিল্প খাত সৃষ্টি করতে চলেছে। ২০৩০ সাল নাগাদ ১০০ মিলিয়ন পর্যটক পাওয়ার আশা করছে সৌদি সরকার।
এছাড়া পর্যটন খাতে ১০ লাখ চাকরি সৃষ্টি হবে। যা দেশটির বৈদেশিক মুদ্রা আয়ে ভূমিকা রাখবে। অন্যদিকে ২০৩০ সাল নাগাদ হাজিদের সংখ্যা তিন কোটিতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।