তুমুল বর্ষণের কারণে যমুনা নদীর পানি বেড়েছে। এতে ভারতের রাজধানী দিল্লি ও আগ্রায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। দিল্লি ও আগ্রার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট।
ইতোমধ্যে তাজমহলের বহির্দেয়ালে পৌঁছে গেছে বন্যার পানি। ব্যাপক ঝুঁকিতে পড়েছে আগ্রার এই আইকনিক স্থাপত্য। তাজমহলেও বন্যার পানি ঢুকে পড়বে কি না, সে আশঙ্কা দেখা দিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, আগ্রায় যমুনার পানির উচ্চতা বেড়ে ৪৯৯ দশমিক ১ ফুট পর্যন্ত উঠেছে। যমুনার পানি ৪৯৫ ফুট পর্যন্ত উঠলে নিম্নাঞ্চল প্লাবিত হয়। পানি ৪৯৯ ফুটে পৌঁছালে মধ্যবর্তী পর্যায়ের বন্যা হয়। আর যমুনার পানি ৫০৮ ফুটে পৌঁছালে অধিক বন্যা হয়।
ভারতের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর তাজমহল দেখভালের দায়িত্বে। সংস্থাটি বলছে, বন্যার কারণে বিশ্ব ঐতিহ্যের এ স্থাপনা ঝুঁকিতে পড়বে না। তাজমহলের বহিঃসীমানায় ইমতিয়াজ-উদ-দৌলার সমাধি ও দুশেরা ঘাটের কাছাকাছি বন্যার পানি পৌঁছে গেছে।
তাজমহলের বিপরীতে যমুনার তীরে মেহতাব বাগ অবস্থিত। সেখান থেকে তাজমহল দেখা যায়। জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রেও পানি উঠেছে। এ কারণে সেখানে পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাজমহলে যাওয়ার জন্য যমুনা কিনার রোড ব্যবহার করা হয়। পয়োনালা থেকে পানি উঠে রাস্তাটি তলিয়ে গেছে।
বন্যা পরিস্থিতি দেখা দিলে সম্ভাব্য প্রস্তুতি নিয়েছে আগ্রা জেলা প্রশাসন। এ জন্য তারা ত্রাণ ও অন্যান্য প্রস্তুতি নিয়ে রেখেছে। জেলা ম্যাজিস্ট্রেট নবনিত চাহাল ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন। যথাযথ প্রস্তুতি নিয়ে রাখতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়েছেন তিনি।