পর্যটন বিচিত্রা প্রতিবেদন
১৪-১৬ ফেব্রুয়ারি, নয়া দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। ভারতে এই ধরনের বি টু সি ভ্রমণ এবং পর্যটন সংক্রান্ত অনুষ্ঠান এই প্রথম, যার প্রধান লক্ষ্য পর্যটক, ট্যুরিজম বোর্ড এবং ব্র্যান্ডগুলোকে একই ছাদের তলায় নিয়ে এসে একটি অনন্য প্ল্যাটফর্ম গড়ে তোলা।
৩০ হাজার বর্গফুট এলাকা জুড়ে আয়োজন করা হচ্ছে ইন্টারেক্টিভ জোন। যেখানে থাকবে আন্তর্জাতিক পর্যটন বোর্ড, রাজ্য পর্যটন প্রতিনিধি, এয়ারলাইনস এবং আরও অনেক ছোট বড় সংস্থা। বিশ্বের নানা দেশের নানা খাবার দাবারের আয়োজন।
ভ্রমণের প্রবণতা থেকে উদীয়মান গন্তব্য কী হতে পারে, সব নিয়ে কথা বলবেন বিশেষজ্ঞরা। ট্রাভেল ফটোগ্রাফি, সংস্কৃতি , এবং ভ্রমণ পরিকল্পনা সব কিছুর উপরেই থাকবে নানা সেশন। ট্রাভেল এবং ট্যুরিজম বিভাগকে আরও এগিয়ে নিয়ে যেতে নিরন্তর কাজ করে চলা প্রতিভাদেরও সম্মানিত করা হবে।
বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এই অনুষ্ঠান ভারতীয় পর্যটকদের কাছে নতুন দরজা খুলে দেবে। শুধু তাই নয়, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নানা ধরনের আকর্ষণীয় অফারও থাকবে। সব মিলিয়ে বিদেশ ভ্রমণের জন্য এই অনুষ্ঠান যে এক অনন্য অভিজ্ঞতা দেবে তা বলাই বাহুল্য।