পর্যটন বিচিত্রা ডেস্ক
চিকিৎসার প্রয়োজন হোক কিংবা পর্যটন, ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশ। পর্যটনের ক্ষেত্রে পছন্দের তালিকায় বাংলাদেশের মানুষের মধ্যে শ্রীলঙ্কা দর্শনের হিড়িক পড়েছে।
২০২৪ সালেই শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২২ শতাংশ। হিসাব অনুযায়ী ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে শ্রীলঙ্কায় দ্বিগুনের বেশি বাংলাদেশি পর্যটক বেড়েছে।
২০২৩ সালে যেখানে ১৭ হাজার ৮৮৬ জন বাংলাদেশি পর্যটক শ্রীলঙ্কায় গিয়েছিলেন, ২০২৪ সালে সেখানে ৩৯ হাজার ৫৫৫ জন শ্রীলঙ্কায় গিয়েছেন। অন্যদিকে বলা যায়, এক সময় ভারতে আগত বিদেশী পর্যটকদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিল বাংলাদেশের মানুষই। বর্তমানে ভারত জরুরি ভিত্তিতে ছাড়া বাংলাদেশি পর্যটকদের ভিসা না দেওয়ায় বাধ্য হয়ে শ্রীলঙ্কায় পাড়ি দিচ্ছেন বাংলাদেশিরা।