টানা চার মাস বন্ধ থাকার পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে ভ্রমণপিপাসুরা রুমার কিংবদন্তি বগালেক, রিজুক ঝর্ণা, জাদীপাই, তিনাপ সাইতার, দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং, ক্যাওক্রাডং এবং থানচির আকর্ষণীয় পর্যটন স্পট তমাতুঙ্গী, রেমাক্রী, তীন্দু, বড়পাথর, নাফাখুম, অমিয়খুম, বাকলাই ঝরনা, আন্ধারমানিক, বড়মদক ও ছোটমদকসহ দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করতে পারবেন।
শুক্রবার (১৪ জুলাই) বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উপজেলা দুটি ভ্রমণের জন্য খুলে দেওয়া হয়। তবে এর আগের চার মাসেও বিভিন্ন সময়ে এ দুই উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল।
প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বান্দরবান জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে নিরাপত্তা বিবেচনায় গত বছরের ২২ অক্টোবর রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন।
এরপর কয়েক দফায় তা বাড়ানো হয়। সবশেষ এ বছরের ১৬ মার্চ থেকে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। শুক্রবার রুমা ও থানচি খুলে দেওয়া হলেও সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা এবং সন্ত্রাসবিরোধী অভিযানে নিরাপত্তা বিবেচনায় রোয়াংছড়িতে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুমা ও থানচি ভ্রমণের জন্য খুলে দেওয়া হলো। তবে রোয়াংছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। রোয়াংছড়ি ছাড়া জেলার বাকি ছয়টি উপজেলায় পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।