চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্গম পাহাড়ে আটকেপড়া রাজধানী ঢাকার মিরপুরের ৬ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ১১টায় পাহাড়ের ভেতর দুই ঘণ্টা অভিযান চালিয়ে করে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া পর্যটকরা হলেন- ঢাকার মিরপুরের শেওরাপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে আল আমিন (১৮), আমির হোসেনের ছেলে মুকিদ আহম্মদ শুভ্র (১৭), আব্দুর রাজ্জাকের ছেলে ওমর ফারুক (১৮), মহিউদ্দিন দেওয়ানের ছেলে নাঈম আহম্মদ তামিম (২০), পশ্চিম শেওরাপাড়া এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে তানভীর হাসান (২০) ও শামছুদ্দিন বেপাড়ীর ছেলে আনিছুর রহমান অনিক (১৮)।
পুলিশ জানিয়েছে, মিরসরাইয়ের খৈয়াছরা এলাকায় বৃহস্পতিবার ভুল পথে চলে যান ওই ছয় পর্যটক। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মিরসরাই থানা পুলিশ তাদের উদ্ধার করে।
রমজানের আগে জোরারগঞ্জে মেলখুমে চার পর্যটক ভুল পথে গিয়ে হারিয়ে যাওয়ার পর ৯৯৯ এর সাহায্য নিয়ে পুলিশ উদ্ধার করেছে।
মীরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, খৈয়াছড়া ঝরনার দুর্গম পাহাড়ে আটকেপড়া ছয় পর্যটককে উদ্ধার করা হয়েছে। তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
পাহাড়ে ঝরনা দেখতে করণীয়
মীরসরাই উপজেলা এখন দৃষ্টিনন্দন ঝরনার জনপদ। দর্শনার্থীরাই বিভিন্ন পাহাড়ের পাদদেশ থেকে এসব দৃষ্টিনন্দন ঝরনা আবিষ্কার করে ফেসবুক ও নানা অনলাইনে আলোচিত হয়েছেন।
এসব ঝরনাগুলোতে যাওয়ার নির্ধারিত রুটও রয়েছে। তবে পাহাড়ি পথে ভুল করলেই দর্শনার্থীরা বিপদজনক স্থানে বা অন্য কোনো প্রান্তে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটি ঘটছে সাম্প্রতিক সময়ে। তাই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সঙ্গে গাইড নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।
মিরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, প্রতিটি ঝরনার রুটে যেতে কিশোর গাইড অনায়াসেই পাওয়া যায়। সামান্য হাতখরচ দিলেই ওরা পথ দেখিয়ে দেয়। দর্শনার্থী গ্রুপের নিরাপত্তাসহ নির্দেশনাও মিলে। এ বিষয়ে সতর্কতা ও জানাশোনা পর্যটকের সহযোগিতা নেওয়া উচিত বলে মনে করেন তিনি। অসতর্কতা ও হেয়ালিপনা থেকে দর্শনার্থীদের সতর্ক হওয়ার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।