ঢাকা-ব্যাংকক ফ্লাইট চালু করেছে মালয়েশিয়াভিত্তিক এয়ার এশিয়া এভিয়েশন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান থাই এয়ার এশিয়া। রাজধানীর একটি হোটেলে ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করা হয়। এর আগে গত ২৫ নভেম্বর ব্যাংককের ডনমুয়াং বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের মধ্য দিয়ে এ ফ্লাইটের যাত্রা শুরু হয়।
কোভিড-১৯ মহামারির বিধিনিষেধের কারণে ২০২০ সালের মার্চের শেষের দিক থেকে থাইল্যান্ডে যাত্রী পরিবহন স্থগিত করা হয়েছিল। তবে থাইল্যান্ড সরকার কয়েক মাস থেকে বাংলাদেশ এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
২৫ নভেম্বর সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থাই এয়ারএশিয়ার সিইও সান্তিসুক ক্লোংচাইয়া।
তিনি জানান, থাই এয়ার এশিয়া ২০১৫ সাল থেকে ঢাকা এবং কুয়ালালামপুরের মধ্যে সপ্তাহে ১৪ টি ফ্লাইট পরিচালনা করে আসছিল। তারই ধারাবাহিকতায় থাই এয়ারএশিয়ার সংযোজন এ ফ্লাইট। বৃহস্পতিবার থেকে ঢাকা-ডনমুয়াং রুটে এই ফ্লাইট সার্ভিস চালু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় হোটেল সোনারগাঁও বলরুমে ঢাকা-ডংমং রুটে ফ্লাইট চালু ব্যাপারে উদ্বোধন ঘোষণা করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্টরা।
সান্তিসুক ক্লোংচাইয়া জানান, একজন যাত্রী সর্বোচ্চ ২০ কেজি ওজনের লাগেজ বহন করতে পারবেন। তবে এর বেশি ওজন হলে সেটির জন্য চার্জ প্রযোজ্য হবে। আপাতত তারা ঢাকা টু ডনমুয়াং বিমানবন্দর পর্যন্ত ফ্লাইট পরিচালনা করবেন।
ঢাকা-ডংমুয়াং রুটে সর্বনিম্ন ভাড়া ২২ হাজার থেকে শুরু হবে। তবে এ ভাড়া নির্ভর করবে যাত্রী কোন শ্রেণির টিকেট কিনবেন।
থাই অ্যাম্বাসেডর মাকাওদি সুমিতমোর বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার কোনো বাণিজ্যিক ফ্লাইট ছিলো না। কুয়ালালামপুর হয়ে তারপর যেতে হতো। থাই এয়ার এশিয়ার এমন উদ্যোগে আমি গর্বিত। করোনার পর পর্যটন খাত স্বাভাবিক হতে শুরু করেছে। নতুন ফ্লাইট বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডের সম্পর্ককে আরও সমুন্নত করবে।
বাংলাদেশে থাই এয়ার এশিয়ার জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) টোটাল এয়ার সার্ভিসেস (টাস) এভিয়েশন লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মামুনুল হক বলেন, মানুষের ভ্রমণকে সহজ ও সাশ্রয়ী করতে কাজ করছে টোটাল এয়ার সার্ভিসেস (টাস)। মুক্তিযোদ্ধারা থাই এয়ার এশিয়ায় বাংলাদেশ-থাইল্যান্ড ভ্রমণ করলে টিকিটের মূল্যে ১০ শতাংশ ছাড় দেয়া হবে।
এছাড়া অনুষ্ঠানে থাই এয়ার এশিয়ার পরিচালক কাজী শাহ মুজাক্কর আহমদুল হক ও ব্যবস্থাপনা পরিচালক মোরসেদুল আলম চাকলাদার উপস্থিত ছিলেন।