এই জাদুঘরটি এটিএম মজিবর রহমান ব্যক্তিগত প্রচেষ্টায় প্রতিষ্ঠা করেন। এ জাদুঘরে সংরক্ষিত দ্রব্যাদির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- প্রাচীন মুদ্রা, তালপাতায় লেখা পুথি, ১৫ কেজি ওজনের তালা, তাজহাট জমিদারের ব্যবহৃত পোশাক, তিনশ বছরের পুরনো নৌকা, কেরোসিন চালিত টেবিল ফ্যান, টেরাকোটার কাজ করা ইট ইত্যাদি। বর্তমানে নিদর্শনগুলো নাটখানার একটি কোঠায় সংরক্ষিত আছে।