পর্যটন বিচিত্রা ডেস্ক
সিলেট শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে বিমানবন্দর বাইপাস সড়কের কাছে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্ক অবস্থিত। সিলেটের কয়েকজন প্রবাসীর উদ্যোগে ১৩ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে এই পার্ক। ইতিমধ্যে এখানে ২৫টি রাইড স্থাপন করা হয়েছে।
এইসব রাইডের মধ্যে সবচেয়ে উপভোগ্য রাইড হচ্ছে জারেন্ট হুইল। এই রাইড থেকে বিমানবন্দর এলাকা ও চা বাগান এর সৌন্দর্য ঘুরে দেখা যায়। ছোট ছোট টিলা কেটে পরিপাটি করে সাজানো নয়নাভিরাম এই পার্কটি অল্প সময়েই দর্শনার্থীদের মন জয় করতে সক্ষম হয়েছে।