সিলেট শহরের সন্নিকটে এ পার্কে রয়েছে রোলার কোস্টার, গেম অব ডেঞ্জার, স্কাই ট্রেন, বাম্পার কার, লেজি লিভার, মেরি-গো-রাউন্ড, মিউজিক্যাল ফাউনটেইন, লেজার শুটিং, ফানি ট্রেন, মিনি ট্রেন, জায়ান্ট হুইল, ভিডিও গেমস্, ভাইকিং বোট, প্যাডেল বোট, বেবি জিপ, সুপার চেয়ার, র্যাম্প স্লাইড, ফ্যামিলি স্লাইড, ক্রেজ, টাইফুন টানেল, মাশরুম আমব্রেলা, কিডসপুল, ওয়েভপুল ইত্যাদি।
এসব রাইডের মধ্যে মিউজিক্যাল ফাউনটেইন সর্বাধিক জনপ্রিয়- যেখানে ছন্দের তালে পানির নৃত্য উপভোগ করা যায়। পার্কের ভেতর দর্শনার্থীদের জন্য থ্রিডি মুভি ও রেস্টুরেন্ট সুবিধাও রয়েছে। শুধু রাইড নয়, নানান প্রজাতির ফুলগাছের সমারোহে অনন্য একটি বৈশিষ্ট্য পেয়েছে এই পার্ক। বছরজুড়েই থাকে আকর্ষণীয় প্যাকেজ।
পার্কটি সপ্তাহের সাত দিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। ওয়াটার পার্কের সময়সূচি সকাল ১১:৩০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। প্রবেশমূল্য ১০০ টাকা।