সিলেটের জাফলং পর্যটন কেন্দ্রের ১২ কিলোমিটার পরই পান্তুমাই ঝরনার অবস্থান। পান্তুমাই মূলত ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসিয়া হিল জেলার একটি পাহাড় ও গ্রামের নাম। সীমান্ত জনপদ গোয়াইন ঘাট উপজেলা সদর থেকে ৯ কিলোমিটার দূরে মাতুরতলা বাজার থেকে পূর্ব দিকে পিয়াইন নদীর তীর ঘেঁষা ওই পান্তুমাই গ্রাম।
এই পাহাড়ি ঝরনা ভারত-বাংলাদেশ সীমান্তের ১২৬৯ নম্বর পিলারের পূর্বদিকে অবস্থিত। স্থানীয়দের কাছে এই ঝরনা ‘ফাটাছড়া’ নামে পরিচিত। ভারতের অভ্যন্তরে এই পাহাড়ের অবস্থান হলেও এর সম্মুখভাগ বা সৌন্দর্য পড়েছে বাংলাদেশে। বাংলাদেশের সীমান্ত থেকে পর্যটকরা পান্তুমাই ঝরনার সৌন্দর্য উপভোগ করেন।