পর্যটন বিচিত্রা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর এলাকায় দুটি মন্দির রয়েছে। প্রথমটি ‘ঝংকার সংঘ দুর্গাপূজা মন্দির, গুড়িপাড়া, হুজরাপুর’। দ্বিতীয় মন্দিরের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, তবে এটি একই এলাকায় অবস্থিত। চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে ‘জোড়া মঠ’ উল্লেখযোগ্য।
তবে এর সুনির্দিষ্ট অবস্থান বা নির্মাণকাল সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। হুজরাপুর এলাকায় অবস্থিত এই মন্দিরগুলো স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। প্রতিবছর দুর্গাপূজা ও অন্যান্য উৎসবে এই মন্দিরগুলোতে বিশেষ আয়োজন করা হয়, যা স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সংস্কৃতির প্রতিফলন ঘটায়।
- পর্যটন বিচিত্রা ডেক্সhttps://www.parjatanbichitra.com/author/pb-desk
- পর্যটন বিচিত্রা ডেক্সhttps://www.parjatanbichitra.com/author/pb-desk
- পর্যটন বিচিত্রা ডেক্সhttps://www.parjatanbichitra.com/author/pb-desk
- পর্যটন বিচিত্রা ডেক্সhttps://www.parjatanbichitra.com/author/pb-desk