পর্যটন বিচিত্রা প্রতিবেদন
যোগেশ ঘোষের তৈরি উৎকৃষ্ট মানের ঘি ট্রেনযোগে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে চলে যেত। ঘি সরবরাহের সুবাদে যোগেশ ঘোষের সাথে রবীন্দ্রনাথের সুসম্পর্ক গড়ে ওঠে। উপযুক্ত গোচারণ ভূমি না থাকায় গরু পালনে সমস্যার কারণে পর্যাপ্ত পরিমাণ ঘি সরবরাহ করা যাচ্ছিল না।
বিষয়টি জানতে পেরে কবি রাউতারায় প্রায় তিন হাজার বিঘা গোচারণ ভূমি যোগেশের নামে দলিল করে দেন। বাড়িটি যোগেশ ঘোষের পিতা ১৮৩৭সালে নির্মাণ করেন- যেটি এলাকায় যোগেশ ঘোষের বাড়ি নামে পরিচিতি পায়। এখনো অনেকেই কালের সাক্ষী এই বাড়িটি দেখার জন্য এখানে এসে থাকেন।