পর্যটন বিচিত্রা প্রতিবেদন
বড় ট্যাংরা গ্রামের সন্ন্যাসীর ধাপ একটি সমতল আয়তাকার ঢিবি। বাঁশঝাড় ও আমবাগানে আবৃত এই ঢিবিটি পূর্ব থেকে পশ্চিমে ক্রমশ ঢালু হয়ে একস্থানে এসে তা হঠাৎ করেই খাড়াভাবে নিচে নেমে গেছে।
ঢিবিটির সর্বত্র ভাঙা ইট ছড়িয়ে-ছিটিয়ে আছে। সরলপুরের সন্ন্যাসীর ধাপটি তুলনামূলকভাবে ছোট। এর উপরিভাগ সমতল এবং চারদিক ক্রমান্বয়ে নিচের দিকে ঢালু হয়ে এসেছে।