পর্যটন বিচিত্রা ডেস্ক
প্রত্নস্থলটি উত্তর-দক্ষিণে প্রায় ৬০ মিটার (১৯৭ ফুট) দীর্ঘ এবং পূর্ব-পশ্চিমে ৪০ মিটার (১৩১ ফুট) প্রশস্ত। ভূমি থেকে এটি স্থানভেদে ২-৭ মিটার (৭-২৩ ফুট) উঁচু। প্রত্নস্থলের সর্বত্র প্রাচীন মৃৎপাত্র এবং ইটের টুকরা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
তবে প্রাথমিক অনুসন্ধানে এখানে লাল পাথরের একটি মস্তকহীন মূর্তি পাওয়া গেছে। এ কারণেই স্থানটির নাম স্কন্ধের ধাপ হয়েছে।