পর্যটন বিচিত্রা ডেস্ক
খনন কাজের ফলে এখানে একটি মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। গুপ্ত যুগ থেকে শুরু করে এ মন্দির স্থাপত্য কয়েকবার পুনঃনির্মিত হয়েছে বলে প্রতীয়মান হয়।
এখানে প্রাপ্ত প্রাচীন নিদর্শনগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খরোষ্ঠি/দেবনাগরী লিপিতে কয়েকটি উৎকীর্ণ অক্ষর সম্বলিত একটি প্রস্তরখন্ড, নকশা করা বহুসংখ্যক পোড়ামাটির ফলক এবং নকশাকাটা ইট।