পর্যটন বিচিত্রা ডেস্ক
১৯৭১ সালের ৫ মে সকাল ১০টার দিকে লালসালু কাপড়ের ব্যান্ড পরা কিছু রাজাকারের সহায়তায় পাক হানাদারবাহিনীর একটি দল অতর্কিতে মিল ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে।
তারা ময়না গ্রামের যুদ্ধে পাকসেনা কর্মকর্তা হত্যার অভিযোগে তৎকালীন মিলের প্রশাসক লে. আনোয়ারুল আজিম এবং অন্যান্য কর্মকর্তা, শ্রমিক ও কর্মচারীদের ডেকে বর্তমান অতিথি ভবনের সামনের গোপাল সাগর নামক পুকুরের পাশে ব্রাশ ফায়ার করে নির্মমভাবে হত্যা করে।
এ পুকুরটির নামই দেশ স্বাধীন হওয়ার পর ‘শহীদ সাগর’ হয়। ১৯৭৩ সালে গোপালপুর রেল স্টেশনটির নাম শহিদ লে. আনোয়ারুল আজিমের স্মরণে ‘আজিমনগর’ করা হয়।