পর্যটন বিচিত্রা ডেস্ক
মুঘল আমলে নির্মিত এই মসজিদ ও মাজার মুসলিম স্থাপত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হয়। এখানে ভেল্লাবাড়িয়া শাহ বাগু দেওয়ান (র.)-এর মাজার ও একটি মসজিদ রয়েছে। প্রত্নস্থলটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি স্থাপনা।
এই মসজিদ ও মাজারে শাহ বাগু দেওয়ান (রহ.) ও তার সঙ্গীদের কবর রয়েছে, যা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। প্রতিদিন অনেক ভক্ত ও পর্যটক এই স্থাপনাটি পরিদর্শন করতে আসেন।