পর্যটন বিচিত্রা প্রতিবেদন
অতীতে এ স্থানে মোগল সৈনিকদের ফাঁড়ি ছিল। অনুমান করা হয়, বাদশা শাহজাহানের সময়কালে ১৬২৮-১৬৫৮ খ্রিষ্টাব্দের মধ্যবর্তী কোনো একসময় মসজিদটি নির্মিত হয়েছিল।
৪০ ফুট × ২০ ফুট আয়তনের এই মসজিদে পাঁচটি দরজা রয়েছে। মসজিদ ও গম্বুজের উপরে কারুকার্যখচিত নকশা রয়েছে। প্রায় ৪০০ বছরের পুরাতন এই চাপিলা মসজিদটি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান।