পর্যটন বিচিত্রা ডেস্ক
৫২৭ বছর আগে নবাবী আমলে বর্গীদের অত্যাচারে ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের খাগড়া থেকে ৬০ ঘর কংস বণিক লালপুরের বুধপাড়ায় এসে বসতি স্থাপন করে। হিন্দু সম্প্রদায়ের এই কাঁসা শিল্পীরা কালীপূজার জন্য খড়ের ঘরে একটি মন্দির নির্মাণ করে।
এরপর বাংলা ১৩৩২ সালে (১৯২৫ খ্রি.) জানকী বাঈয়ের আর্থিক অনুদানে পাকা মন্দির নির্মিত হয়। এছাড়া জমিদার পুণ্য চন্দ্র দাস মন্দিরের নামে প্রায় দেড়শ বিঘা জমি দান করেন। প্রতিবছর কার্তিক মাসে এখানে কালীপূজা ও মেলা হয়। মন্দিরে পূজা চলাকালীন প্রতিদিন শতাধিক পাঁঠা বলি হয়ে থাকে। এছাড়া পূজা উপলক্ষে আয়োজিত মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট বসে।