পর্যটন বিচিত্রা প্রতিবেদন
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে তাদের এই যাত্রা। তবে হজের জন্য ঘোড়ায় চেপে সৌদি যাওয়ার ঘটনাকে বিরলই বলা চলে। এবার তেমনই এক পথ বেছে নিয়েছেন তিন বন্ধু।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, ওই তিনজনের মধ্যে একজন ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার ব্রত থেকেই শুরু হয়েছিল বন্ধুদের এই ‘অভিযান’, যা মুসলমানদের জন্য একটি পবিত্র যাত্রা।
প্রতিবেদন মতে, গত সাড়ে তিন মাস ধরে স্পেন থেকে ঘোড়ার পিঠে ভ্রমণ করে আবদুল্লাহ হার্নান্দেজ, আবদেলকাদের হারকাসি এবং তারিক রদ্রিগেজ ইস্তাম্বুলে পৌঁছেছেন এবং ৫০০ বছরের পুরনো আন্দালুসিয়ান মুসলিম ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার সঙ্গে সঙ্গে হজযাত্রা সম্পূর্ণ করতে তারা তাদের এই যাত্রা অব্যাহত রাখবেন।