পর্যটন বিচিত্রা ডেস্ক
গতকাল বৃহস্পতিবার মেলা শেষের আগের দিন পাঠক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেলায় আসা মানুষ বই না কিনে শুধু ঘুরে বেড়ায়—এমন অভিযোগের সুযোগ ছিল না গতকাল। তবে এদিন মেলায় বেজেছে ভাঙনের সুর। অনেকে গতকালই শেষবারের মতো মেলায় ঢু মেরেছেন। তালিকা ধরে বই কিনেছেন।
গতকাল মেলার ২৭তম দিনে নতুন বই এসেছে ১৭৬টি। এ পর্যন্ত মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৯৬৪।
আজ বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৫’-এর সদস্য সচিব ড. সরকার আমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. মফিদুর রহমান। অনুষ্ঠানে কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৫, সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২৪, চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে।