পর্যটন বিচিত্রা ডেস্ক
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের গণ্ডি পেরিয়ে প্রশিক্ষণ নিয়ে প্রতিবছর অসংখ্য কর্মী বিদেশে যাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে কাজের সুযোগ সবচেয়ে বেশি। বিদেশে কাজের ক্ষেত্রে হাউসকিপিং ও ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস বিষয়ে দক্ষ কর্মীদের ব্যাপক চাহিদা ও সুযোগ রয়েছে।
ট্যুরিজম ও হসপিটালিটি খাতে দক্ষ-অভিজ্ঞ কর্মীর চাহিদা যেমন বেশি, তেমনি আয়-রোজগারও বেশি। দেশের প্রেক্ষাপটে একজন দক্ষ কর্মীর প্রতিষ্ঠানভেদে মাসিক আয় হতে পারে কয়েক লাখ টাকা।
শুরুতে যেহেতু দক্ষতা ও অভিজ্ঞতা কম থাকে, তাই প্রাথমিকভাবে বেতন-ভাতাও কম ধরা হয়। এন্ট্রি লেভেল বা প্রাথমিক পর্যায়ে একজন কর্মী শুরুতে বেতন পান প্রতিষ্ঠানভেদে ২০ থেকে ৩০ হাজার টাকা। মাঝারি পর্যায়ের দক্ষ কর্মীর বেতন হতে পারে ৫০ হাজার থেকে এক লাখ টাকা। দক্ষ-অভিজ্ঞ কর্মীর বেতন দেশেই লক্ষাধিক টাকা হতে পারে। এ ছাড়া মধ্যপ্রাচ্য, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে কাজের সুযোগ পেলে পদভেদে কয়েক লাখ টাকা হতে পারে।
যারা নিজেরাই উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়বেন, তাদের আয়ও বেশ ভালো।
বিষয় ও ভর্তির যোগ্যতা
অর্থ মন্ত্রণালয়ের অধীনে স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটেটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) আওতায় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের মাধ্যমে এই প্রশিক্ষণ বাস্তবায়ন করা হবে। হাউসকিপিং ও ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস বিষয়ে চার মাস মেয়াদি প্রশিক্ষণে ভর্তি হতে প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে। ভর্তির সুযোগ পাবে ১৮-৪৫ বছরের যে কেউ। কর্মহীন, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, দরিদ্র ও সুবিধাবঞ্চিতরা ভর্তির সময় অগ্রাধিকার পাবেন। ক্লাস হবে সপ্তাহে পাঁচ দিন, রবি থেকে বৃহস্পতিবার। প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো সাধারণত বছরে তিনবার ভর্তির সুযোগ দেয়। ১২ মার্চ ২০২৫ থেকে শুরু হবে নতুন ব্যাচ। প্রতি ব্যাচে নেওয়া হতে পারে ২৫ জন প্রশিক্ষণার্থী।
ভাতা, সনদ ও কর্মসংস্থান
চার মাসের প্রশিক্ষণে দুই মাস থিওরেটিক্যাল ক্লাস ও দুই মাস সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিতে ব্যাবহারিক ক্লাস করানো হবে। উভয় ক্লাসে ৮০ শতাংশ উপস্থিতির ভিত্তিতে যাতায়াত ও আপ্যায়ন ভাতা বাবদ ১২ হাজার থেকে ১৪ হাজার টাকা দেওয়া হবে। সফলতার সঙ্গে প্রশিক্ষণ শেষে দেওয়া হবে প্রশিক্ষণের সনদ। এ ছাড়া প্রশিক্ষণ প্রার্থীদের চাকরি পেতে সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠান সহায়তা করবে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।