পর্যটন বিচিত্রা প্রতিবেদন
ভালোবাসা দিবস উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে রয়েছে বিশেষ আয়োজন ‘মেক দ্য ডেট ভ্যালেন্টাইন অন দ্য স্কাইলাইন ও এ গ্রান্ডিওস ভ্যালেন্টাইন।’ আকাশের নীচে, চাঁদের আলোয় ভালোবাসার সঙ্গীকে নিয়ে উপভোগ করতে পারবেন বারবিকিউ ক্যান্ডেল লাইট ব্যুফে ডিনার। গ্রিলড আইটেম, লাইভ কুকিং স্টেশন থাকছে আয়োজনে। এছাড়াও থাকছে ভ্যালেন্টাইন রুম স্টে প্যাকেজ।
প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ভালোবাসা দিবস উপলক্ষে চলছে নানা আয়োজন। এক্সক্লুসিভ ক্যান্ডেললাইট ডিনার উপভোগ করতে পারবেন ৬ হাজার ৪৭৫ টাকায়। এছাড়া ১৪ হাজার টাকায় বুফে ব্রেকফাস্টসহ কাপলরা ডিলাক্স রুম বুক করতে পারবেন।
তারকা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে বিশেষ অফার। ৪ কোর্সের মেন্যু , লাইভ মিউজিক এবং মনোমুগ্ধকর সালসা পরিবেশনার সাথে রোমান্টিক সন্ধ্যা উপভোগ করতে খরচ পড়বে ১৯ হাজার টাকা। এছাড়া ১৩ ও ১৪ ফেব্রুয়ারি একটির সঙ্গে আরেকটি বুফে পাওয়া যাবে বিনামূল্যে। খরচ পড়বে ১২ হাজার ৫০০ টাকা।
হোটেল ইন্টার কন্টিনেন্টালে ক্যান্ডেললাইট বারবিকিউ ডিনার উপভোগ করতে পারেন পুলের ধারে। সঙ্গে থাকবে লাইভ মিউজিকের আমেজ। খরচ পড়বে জনপ্রতি ৯ হাজার ৫০০ টাকা।