পর্যটন বিচিত্রা ডেস্ক
পর্যটকরা দল বেঁধে এসেছেন পরিবার, বন্ধু কিংবা প্রিয়জন নিয়ে। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে তরুণ-তরুণীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
এছাড়া, প্রেমিক-প্রেমিকাদের প্রায় সবার হাতেই দেখা গেছে লাল গোলাপ। কেউ প্রেমিকাকে উপহার দিচ্ছেন, কেউবা প্রিয়জনের সাথে ছবি তুলে ভালোবাসার মুহূর্ত স্মরণীয় করে রাখছেন।
এদিকে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে খাগড়াছড়ির সব আবাসিক হোটেল ও মোটেল আগেই বুকিং হয়ে গেছে। পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, এমন জমজমাট পরিবেশ প্রতিবছর ভালোবাসা দিবসে দেখা যায়।
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে, তা শহরটির পর্যটন শিল্পের জন্য ইতিবাচক। স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, এমন আয়োজন ও পর্যটকদের আগমন আগামীতে আরো বৃদ্ধি পাবে।
পর্যটকদের নিরাপত্তার বিষয়েও প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা বাহিনী পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক নজরদারি রেখেছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।