সমগ্র সুনামগঞ্জ জেলা, হবিগঞ্জ জেলার বৃহদংশ এবং সিলেট শহর ও মৌলভীবাজার জেলার অংশবিশেষ অনেকগুলো হাওর দিয়ে বেষ্টিত। সিলেট জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাওরগুলো হলো-শনির হাওর, হাইল হাওর, হাকালুকি হাওর, দেখার হাওর, মাকার হাওর, ছাইয়ার হাওর, টাংগুয়ার হাওর এবং কাউয়া দিঘি হাওর।
বর্ষায় হাওরগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এ সকল হাওরে একদিকে যেমন প্রচুর মাছ পাওয়া যায়, অপরদিকে তেমন এগুলোর নৈসর্গিক দৃশ্য যে কাউকে সহজেই আকৃষ্ট করবে। একজন পর্যটক ইঞ্জিনচালিত নৌকায় হাওরগুলোতে ভ্রমণ করতে পারেন।