সমুদ্র সৈকতের কাছে কেরানিপাড়ায় শ্রীমঙ্গল বৌদ্ধ মন্দিরটি অবস্থিত। সরকারের আর্থিক সহায়তায় নির্মিত এ বৌদ্ধ বিহারটি এ উপজেলার রাখাইন সম্প্রদায়ের উপাসনা করার প্রধান প্রতিষ্ঠান। মন্দিরের ভিতরে প্রায় এক মিটার (৩ ফুট) উঁচু বেদীর উপর অষ্টধাতু নির্মিত মাঝারি আকারের একটি ধ্যানমগ্ন বুদ্ধ মূর্তি রয়েছে।
জনৈক বৌদ্ধভিক্ষু উপেংইয়া মূর্তিটি স্থাপন করেন বলে জনশ্রুতি রয়েছে। কাঠ ও টিনের তৈরি সুদৃশ্য মন্দিরটির নির্মাণশৈলী ইন্দোচীনের অনুকরণে নির্মিত।