স্থাপত্য রীতিতে বাংলাদেশে অদ্বিতীয় জোড়াকবর (দোচালা বিশিষ্ট) পটুয়াখালীর শ্রীরামপুরে অবস্থিত। কবরের পাশেই রয়েছে ১৯ শতকে কালে খা কর্তৃক প্রতিষ্ঠিত মোগল স্থাপত্য রীতিতে তৈরি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। এছাড়া উক্ত মসজিদের আধা কিলোমিটার দূরে একটি প্রাচীন সেতু দেখতে পাওয়া যায়।
ইতিহাসবিদদের মতে, উক্ত সেতুটি ১৯ শতকের প্রথমদিকে জনৈক বুরুম খা কর্তৃক নির্মিত। অবশ্য সেতুটি যে খালের উপর নির্মিত হয়েছিল বর্তমানে সে খালের কোনো চিহ্নই অবশিষ্ট নেই।