পটুয়াখালীর সদর উপজেলার ইদবাড়িয়া ইউনিয়নের কাছিছিড়া গ্রামে অবস্থিত প্রাচীন এ মসজিদটি প্রত্নতাত্ত্বিক বিচারে দর্শনার্থীদের নিকট অতীব আকর্ষণীয়। এক গম্বুজ বিশিষ্ট এ মসজিদটির চারপাশে চারটি মিনার রয়েছে। জনশ্রুতি রয়েছে, ১৮ শতকের শেষ কিংবা ১৯ শতকের প্রথমে জনৈক দেওয়ান হেদায়েতুল্লাহ বিশ্বাস কর্তৃক এ মসজিদটি নির্মিত হয়। তবে মসজিদটি বর্তমানে জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।