গঙ্গামতির চর কুয়াকাটার মূল ভূখণ্ড থেকে প্রায় ১২ কিমি. দক্ষিণে অবস্থিত। মূলত এই স্থানে দাঁড়িয়েই পর্যটকরা সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ দৃশ্য অবলোকন করে থাকেন। এই চরে বিভিন্ন জাতের পাখি, বিশালাকৃতির গাছ, বন মোরগ ও বুনো শূকর দেখতে পাওয়া যায়। পাখিপ্রেমীদের কাছে গঙ্গামতি একটি প্রিয় পর্যটন স্থান।