নুরজাহান গার্ডেনটি কালাইয়া ইউনিয়নের শৌলা মৌজায় অবস্থিত। নুরজাহান গার্ডেনে থাকার জন্য দুটি বাংলো রয়েছে। এখানে বাচ্চাদের খেলনা, নাগরদোলা, ঢেকি, স্লাইড, কৃত্রিম পশুপাখির প্রতিকৃতি রয়েছে। এছাড়া খরগোশ, বানর, মৎস্য ও হাঁস-মুরগির খামার আছে। এটি একটি পিকনিক স্পট।