পটুয়াখালীর কলাপাড়া, খেপুপাড়ায় কয়েকশত বছর আগে বসতি স্থাপনকারী রাখাইন সম্প্রদায়কে এ অঞ্চলে প্রচুর সংখ্যায় দেখা যায়। ১৭৮০ খ্রিষ্টাব্দে বর্মি রাজা বোদোফোয়া কর্তৃক নিজ ভূমি থেকে বিতাড়িত হয়ে রাখাইন সম্প্রদায়ের লোকজন জীবন ভয়ে নৌকাযোগে বঙ্গোপসাগরের তীরে বিভিন্ন স্থানে আশ্রয় গ্রহণ করে এবং পরবর্তীতে তারা গোত্রভুক্তভাবে কুয়াকাটায় বসবাস করতে শুরু করে।
এককালে এ অঞ্চলে রাখাইনদের সংখ্যাধিক্য থাকলেও আজ তারা সংখ্যালঘু। তাদের ঐতিহ্য, সংস্কৃতি, আচার-আচরণ তারা এখনোও ধরে রেখেছে। রাখাইনদের আতিথেয়তা ও তাদের ঐতিহ্যগত সাংস্কৃতিক কর্মকাণ্ড পর্যটকদের আকৃষ্ট করে।