পর্যটন বিচিত্রা প্রতিবেদন
আজ ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা ট্যাভেল মার্টে বুকিং দিলেই এই অফার পাওয়া যাবে। তবে এই অফার শুধু রমজান মাসে প্রযোজ্য হবে। কক্সবাজারের ইনানী বিচে ২৫ একর জমির ওপর স্থাপিত পাঁচ তারকা হোটেল সি পার্ল। ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর চালু হওয়া এই হোটেলে ৪৯৩টি কক্ষ ও স্যুট রয়েছে।
পাশাপাশি ৯টি রেস্টুরেন্ট, ৩টি বার, ৬টি মিটিং ও কনভেনশন ভেন্যু, ২টি সুইমিংপুল, টেনিস ও ব্যাডমিন্টন কোর্টসহ নানা সুবিধা সি পার্ল কক্সবাজারকে দেশের লাক্সারি রিসোর্টের কাতারে শীর্ষস্থান এনে দিয়েছে।