পর্যটন বিচিত্রা ডেস্ক
মেলায় অংশ নেওয়া বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমদিকে বেশ কিছুদিনের টানা শৈত্যপ্রবাহসহ নানাবিধ কারণে আশানুরূপ ক্রেতা পাননি বলে দাবি করেছেন অনেক স্টল মালিক। তাদের দাবি রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আনুমানিক ৬০ লাখ দর্শক মেলায় আসবে বলে প্রচার করায়, তারা উচ্চমূল্যে স্টল বরাদ্দ নিয়েছিলেন। কিন্তু বাস্তবে এক চতুর্থাংশ দর্শকও মেলায় এসেছে কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে।
ব্যবসায়ীদের মতে, বিভিন্ন গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যা কিছুই প্রকাশ করা হোক না কেন দুর্ভাগ্যজনকভাবে মেলায় সর্বসাকুল্যে ১৩-১৪ লাখ লোকের সমাগম ঘটেছে। ফলশ্রুতিতে তারা সকলে বড় অংকের লোকসানের সম্মুখীন হচ্ছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে মেলার মেয়াদ কমপক্ষে তিন সপ্তাহ বাড়ানোর জন্য আবেদন করেছেন মেলায় অংশগ্রহণকারীরা ব্যবসায়ী সমাজ।
এসব বিষয়ে ইপিবি সচিব বিবেক সরকার বলেন, এ বছর মেলার সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। প্রতিবছরই শেষ সপ্তাহে সময় বাড়ানোর দাবি ওঠে। এ পর্যন্ত সময় বাড়ানো হয়নি। এবার ব্যাপক সাফল্য এসেছে মেলা থেকে। তারপরও এ বিষয়ে সরকার যা সিদ্ধান্ত দেয় তাই হবে।