পর্যটন বিচিত্রা প্রতিবেদন
ব্যস্ততার বেড়াজাল থেকে রেহাই দিয়ে ঠিক এমনি অভিজ্ঞতা দিতে পারে ঢাকার কাছেই কিছু দারুণ ক্যাম্পিং সাইট। চলুন জেনে নিই, তেমন কিছু জায়গার খোঁজ।
বালুনদী, ঢাকা
এ জায়গাটি ঢাকার একদম প্রাণকেন্দ্র গুলশানে অবস্থিত। নতুন বাজারের ভাটারা থানা থেকে সিএনজিতে মাত্র ২০ মিনিটের পথ ১০০ ফুট রাস্তার শেষ প্রান্তের বেরাইদ। সেখানেই দেখা মিলবে ৩০ ফুট প্রশস্ত এই ক্যাম্পিং সাইট।
সিএনজি ভাড়া পড়বে জনপ্রতি ২৫ টাকা। এখানে ক্যাম্পিংয়ের পাশাপাশি রয়েছে বারবিকিউয়ের সুবিধা। শহরের আলো নিভে যাবার সঙ্গে সঙ্গে ক্যাম্পের ভেতরে অথবা বালুনদীতে ট্রলার দিয়ে ভ্রমণের সময় নিঃসঙ্গ নদীতে অভিজ্ঞতাটুকু চিরস্মরণীয় হয়ে থাকবে।
সারিঘাট, কেরানীগঞ্জ
বিগত কয়েক বছর ধরে জনপ্রিয় হয়ে ওঠা ঢাকার নিকটেই এই জায়গাটি ক্যাম্পিংয়ের জন্য বেশ উপযুক্ত। এর আশেপাশের পুরো শান্ত পরিবেশ ঘুরে দেখার জন্য দুর্দান্ত। কায়াকিংয়েরও ব্যবস্থা আছে।
ঢাকা থেকে প্রথমে যাত্রাবাড়ী যেতে হবে সেখান থেকে জুরাইন রেল গেইট। অতঃপর পোস্তগলা ব্রিজ পার হলেই পাওয়া যাবে সারিঘাটের সিএনজিচালিত অটোরিকশা। এই পুরো যাত্রায় খরচ হতে পারে প্রায় ৪০-৭০ টাকার মতো।
মায়াদ্বীপ, নারায়ণগঞ্জ
এটি মূলত নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা নদীর ঠিক মাঝখানে জেগে ওঠা ত্রিভুজ আকৃতির একটি চর। ক্যাম্পিংয়ের আসল রোমাঞ্চকর আমেজের ষোলো আনাই পরিপূর্ণ হবে এই গ্রামটিতে।
গুলিস্তান থেকে বাসে করে মোগড়াপাড়া; তারপর সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশা করে বৈদ্যের বাজার বা আর একটু ভেতরে আনন্দ বাজার ঘাট। এখান থেকেই নৌকা নিয়ে রওনা হওয়া যাবে মায়াদ্বীপের উদ্দেশে। পুরো যাতায়াতে খরচ পড়তে পারে বাস, অটোরিকশা ও নৌকা নিয়ে সর্বমোট প্রায় ৮০-১৫০ টাকার মতো।
৩০০ ফিটের হ্যালিপ্যাড চত্ত্বর, ঢাকা
ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট সড়ক ও এর আশপাশ ইতোমধ্যে দর্শনার্থীদের বেশ প্রিয় জায়গায় পরিণত হয়েছে। এখানকার হ্যালিপ্যাড চত্ত্বর ক্যাম্পিং ভ্রমণের জন্য সেরা। এখানে মিলবে ঘুটঘুটে অন্ধকার ও পিনপতন নীরবতা। বাংলাদেশের কোনো পাহাড়ি অঞ্চল অথবা কোনো নির্জন দ্বীপে ক্যাম্পিংয়ের জন্য এখানকার ক্যাম্পিং সাইটটি প্রাথমিক অভিজ্ঞতা হিসেবে কাজ করতে পারে।
কুড়িল বিশ্ব রোড থেকে ৯ নম্বর সেক্টরের বাসস্ট্যান্ড বা নিলা মার্কেটের পরে নেমে অটোরিকশাতে করে হ্যালিপ্যাড চত্ত্বর। খরচ পড়বে প্রায় ৩০-৫০ টাকার মতো।
ক্যাম্পসাইট ক্যাফে, কেরানীগঞ্জ
কেরানীগঞ্জের কলাতিয়াতে নৌখোলা নদীর পাড়ে সরু রাস্তার পাশে অবস্থিত এই ক্যাফে। দারুণ লেক ভিউসহ এখানকার গ্রাম্য পরিবেশে ক্যাম্পিং। প্যাকেজ জন প্রতি ১,১৯৯ টাকা। পাশেই গাড়ি অথবা বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে। তাই পরিবার-পরিজনদের নিয়ে ক্যাম্পিংয়ের জন্য উপযুক্ত জায়গা এই ক্যাফেটি। শুধু তাই নয়, ক্যাম্পিং ছাড়াও প্যাকেজের মধ্যে আছে লেকের পানিতে সুইমিং, সাইক্লিং, ব্রেকফাস্ট, লাঞ্চ, বারবিকিউ ও স্ন্যাক্সের ব্যবস্থা।
ঢাকার গুলিস্থান থেকে বাস অতঃপর অটোরিকশায় ক্যাম্পসাইট ক্যাফে আসতে খরচ পড়তে পারে প্রায় ৫০ থেকে ৬০ টাকার মতো।
দ্য বেস ক্যাম্প বাংলাদেশ, গাজীপুর
গাজীপুরে অবস্থিত এই ক্যাম্প সাইটটিতে এক্সপেন্সিভ হলেও চমৎকার। এখানে ক্যাম্পিংয়ের পাশাপাশি ব্যবস্থা আছে সাইক্লিং, ক্লাইম্বিং, আর্চারিসহ দারুণ কিছু আউটডোর এক্টিভিটিসের। সাধারণত সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত দ্য বেস ক্যাম্প বাংলাদেশ ক্যাম্পিংয়ের সুযোগ দিয়ে থাকে। এক্টিভিটিসগুলোর ওপর নির্ভর করে স্কুল, পরিবার অথবা করপোরেট গ্রুপগুলোর ক্যাম্পিং প্যাকেজ ভিন্ন হয়ে থাকে। বিশ জনের একটি দলের প্রতি দুই সদস্যের এখানে তাঁবুতে থাকার জন্য ভাড়া পড়ে আড়াই হাজার টাকা।
ঢাকার গুলিস্তান থেকে বিভিন্ন উপায়ে গাজীপুর বেস ক্যাম্পে যাওয়া যেতে পারে। টঙ্গী রুট ধরে গাজীপুর চৌরাস্তা। অতঃপর বামে জয়দেব-টাঙ্গাইল হাইওয়ে ধরে কিছুদূর এগুলেই পড়বে শফিপুর। সেখান থেকে বামে মোড় নিয়ে মাধবপুর সড়ক ধরে গেলেই পৌঁছা যাবে বেস ক্যাম্পে।