পর্যটন বিচিত্রা ডেস্ক
সম্প্রতি স্পেনের পর্যটকমন্ত্রী জর্ড হেরেউ জানান, ২০১৯ সালের পরে আর স্পেনে এত পরিমাণ পর্যটক ভ্রমণ করেনি। ২০২৩ সালের চেয়ে গত বছর ১০ শতাংশ বেশি পর্যটক আসে। ২০২৩ সালে পর্যটকের সংখ্যা ছিল আট কোটি ৩৫ লাখ।
জানা গেছে, গত ১২ মাসে বিদেশি পর্যটকদের কাছ থেকে দেশটির আয় হয় ১২ হাজার ৯৮০ কোটি ডলার। ২০২৩ সালের চেয়ে এই আয় ১৬ শতাংশ বেশি। সে বছর দেশটি আয় করে ১১ হাজর ৭০০ কোটি ডলার। ২০২৩ সালে দেশটির জিডিপির ১২.৩ শতাংশ আসে পর্যটন খাত থেকে।
স্পেন ২০০৮ সালের অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার পর বিভিন্ন দেশের মানুষ সেখানে বিনিয়োগ করতে শুরু করে। অনেকে অবসর গ্রহণের পর সেখানে পাড়ি জমায়। বাড়ির দাম বা ভাড়া বৃদ্ধির জন্য গোল্ডেন ভিসা সুবিধা অনেকাংশে দায়ী।
বিদেশি বিনিয়োগকারীদের কাছে গোল্ডেন ভিসা ব্যাপক জনপ্রিয় ছিল। স্পেনে বাড়ি কিনে তারপর এই ভিসার জন্য আবেদন করতে হতো। এসব বিনিয়োগকারীর মধ্যে মার্কিনদের সংখ্যাই ছিল বেশি। গোল্ডেন ভিসার জন্য তারা সবচেয়ে বেশি আবেদন করেছে।