পর্যটন বিচিত্রা প্রতিবেদন
সে কারণে ট্রলিতে মান, সুবিধা দেখার পাশাপাশি নজর দেওয়া দরকার রঙেও, পরামর্শ আমেরিকার ভ্রমণবিদ জামি ফ্রেজ়ারের। তার কারণ হলো কিছু রং ভীষণ সাধারণ। যেগুলো কেনার প্রবণতা বেশি লক্ষ করা যায়। তাই রঙচঙে বা একটু ভিন্ন নকশার লাগেজ, স্যুটকেস বেছে নিলেই এ ধরনের ঝঞ্ঝাট এড়ানো সম্ভব।
সহজ লাগেজ চেনার আর যেসব উপায়?
পছন্দের রং যদি খুব সাধারণ হয়, যা মিশে যাওয়ার সম্ভাবনা বেশি যেমন মেরুন, নীল, কালো—সে ক্ষেত্রে প্রিন্টেড বা অন্য রঙের ঢাকনা ট্রলির জন্য বানিয়ে ফেলতে পারেন। ঢাকনা তৈরির সময় এমন কোনো চিহ্ন ব্যবহার করতে পারেন, যা দূর থেকে চোখে পড়বে।
একই ধরনের ট্রলি, স্যুটকেসের মধ্যে থেকে নিজেরটিকে দ্রুত চিনে নিতে হলে, হাতলে বেঁধে দিতে পারেন ফিতা, কোনো উজ্জ্বল রঙের এমন কিছু যা চট করে দৃষ্টিগোচর হয়।
আঁকাআকির শখ থাকলে ট্রলিতে বা ব্যাগে নিজের মনের মতো করে আঁকিবুকি কাটতে পারেন। এতে যেমন ব্যাগ বা ট্রলির সৌন্দর্য বাড়বে, তেমনই অসংখ্য জিনিসপত্রের ভিড়ে মিশে যাওয়ার ঝুঁকিও কমবে। আবার পছন্দের রঙের সঙ্গে আপোস করতেও হবে না।
রঙিন বেল্টও ব্যবহার করতে পারেন। স্যুটকেস বা ট্রলিতে ব্যবহারের জন্য রঙিন লাগেজ বেল্ট পাওয়া যায়। যাতে ক্লিপ থাকে। চট করে আটকানো যায়। আড়াআড়ি, লম্বালম্বি— যেভাবে ইচ্ছা এগুলো ব্যবহার করতে পারেন। তবে যদি বিশেষ কায়দায় বা একটু ভিন্ন ভাবে বেল্ট আটকে দেন, তা হলে দূর থেকেই সেটি আলাদা ভাবে চোখে পড়তে পারে।