পর্যটন বিচিত্রা ডেস্ক
জাতিসংঘের পর্যটন সংস্থা একটি তথ্য অনুযায়ী, এসব পর্যটকরা ভ্রমণের জন্য এক দশমিক নয় ট্রিলিয়ন ডলার ব্যয় করছে। তার মানে প্রত্যেক পর্যটক গড়ে এক হাজার ডলারের বেশি ব্যয় করছে। গত বছর সবচেয়ে বেশি মানুষ ভ্রমণ করেছে ইউরোপ মহাদেশে। প্রকাশিত তথ্যে দেখা গেছে, এই সংখ্যা ৭৪৭ মিলিয়ন।
দেশ হিসেবে ২০২৪ সালে সবচেয়ে বেশি মানুষ ভ্রমণ করেছে ফ্রান্সে। এই সময়ে দেশটিতে ১০০ মিলিয়ন মানুষ ভ্রমণ করেছে। এক্ষেত্রে ৯৮ মিলিয়ন পর্যটক নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। ২০২৪ সাল ফরাসি পর্যটনের জন্য একটি ব্যতিক্রমী বছর ছিল। ২০২৫ সালেও যা অব্যাহত থাকার আশা।
তাছাড়া ২০২৪ সালে এশিয়া ও প্যাসিফিকে ৩১৬ মিলিয়ন মানুষ ভ্রমণ করেছে। যুক্তরাষ্ট্র সফরে গেছে ২১৩ মিলিয়ন, মধ্যপ্রাচ্য ভ্রমণ করেছে ৯৫ মিলিয়ন ও আফ্রিকা গেছে ৭৪ মিলিয়ন। তবে অ্যান্টার্কটিকায় কত সংখ্যাক মানুষ ভ্রমণ করেছে সে সম্পর্ক কোনো তথ্য নেই।