শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির আয়োজনে সোমবার সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে বসেছিল ‘এসো সুতোর কাব্য গাঁথি ধ্রুপদি ফোঁড়ে’ শীর্ষক ব্যতিক্রমী এক আসর।
এ সময় নাচে, গানে, অভিনয়ে ও পোশাকের সাজসজ্জায় এশিয়ার বিখ্যাত কবি সাহিত্যিকদের সৃষ্টিকর্ম নান্দনিকতার ছোঁয়ায় তুলে আনেন শিল্পীরা।
আয়োজকরা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে শিল্প সাহিত্যের আলোড়ন সৃষ্টি করা ও মানবিকবোধ তৈরি করাই ছিল এর মূল উদ্দেশ্য। কারণ শুধু গল্প উপন্যাস, সিনেমা এবং সাহিত্যই পারে একটি সাংস্কৃতিক সময় তুলে ধরতে।
অনুষ্ঠানের বিভিন্ন পরিবেশনায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন, নৃত্য, কলা অনুষদসহ ফিল্ম ও সাহিত্যের শিক্ষক ও শিক্ষার্থীরা।