দীর্ঘ ৯ বছর পর বাংলাদেশ-পাকিস্তানে বিমান চলাচল শুরু হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ইসলামাবাদ ও করাচি রুটের ফ্লাইট চলাচল শুরু করতে বাংলাদেশ ও পাকিস্তান আগ্রহ প্রকাশ করে।
এরই আলোকে ফ্লাইট চলাচল শুরু করতে গত সপ্তাহে পাকিস্তানের দূতাবাস আবেদন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে। আবেদনটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় যাচাই-বাছাই করছে।
আগামী ছয় মাসের মধ্যেই ঢাকা-করাচি রুটে ফ্লাইট চলাচল শুরু করতে বেবিচক একমত হয়েছে। এর আগেও ফ্লাইট চলাচল শুরু হওয়ার সম্ভাবনা আছে বলে বেবিচক কর্মকর্তারা জানিয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছাড়াও ইউএস বাংলা এয়ারলাইনস বিমান চলাচল শুরু করতে আগ্রহ দেখিয়েছে।
জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, বাংলাদেশ-পাকিস্তানে বিমান চলাচল শুরু হচ্ছে শিগগির। পাকিস্তান কর্তৃপক্ষ আবেদন করেছে। আমরা আবেদনটি মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। প্রথমে ঢাকা-করাচি রুটে ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশা করছি। আশা করি দ্রুত সময়ের মধ্যেই ফ্লাইট চলাচল শুরু হবে। এ নিয়ে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি।