পর্যটন বিচিত্রা প্রতিবেদন
দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে প্রতিষ্ঠানটি রাষ্ট্রায়ত্ত করা হয়। এই বৃহদায়তন শিল্প কমপ্লেক্সটি চিনি কারখানা, বাণিজ্যিক খামার ও জৈব সার কারখানা এবং অফিস ও আবাসন ভবনের সমন্বয়ে গঠিত। কারখানা, অফিস, আবাসিক কলোনি, স্কুল, মসজিদ ও খেলার মাঠ ইত্যাদিসহ মিলের মোট জমির পরিমাণ ২৩০ একর (৬৯০ বিঘা)।
মিলটির নিজস্ব ৮৪ একরসহ (২৫২ বিঘা) খামারভুক্ত মোট জমির পরিমাণ ২,৫০০ একর (৭৫০০ বিঘা)। এই মিলের দৈনিক আখ মাড়াই করার ক্ষমতা ২,০০০ মেট্রিক টন এবং বার্ষিক উৎপাদন ক্ষমতা ২০ হাজার মেট্রিক টন। এখানে চিনি ছাড়াও চিটাগুড়, ব্যাগাস ও প্রেসমাড উপজাত দ্রব্য উৎপাদিত হয়।