পর্যটন বিচিত্রা ডেস্ক
২৪ নভেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবিসি বলছে, এই সুবিধার আওতায় যুক্ত দেশগুলো হলো ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়া। ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত এই পরীক্ষামূলক সুবিধা থাকবে।
এই ছয় দেশের নাগরিকেরা সাধারণ পাসপোর্ট থাকলেই চীনে যেতে পারবেন। শুধু ভ্রমণের জন্য যাওয়া যাবে এমনটি নয়, চীনে ব্যবসায়িক কাজেও যেতে পারবেন এরা। ভিসা ছাড়া দেশটিতে থাকতে পারবেন সর্বোচ্চ ১৫ দিন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, পর্যটন খাত সচল রাখা ও চীনের উন্নয়নের অগ্রগতি বজায় রাখতে এই সিদ্ধান্ত।
বর্তমানে বিশ্বের বেশিরভাগ দেশেরই চীনে প্রবেশ করতে ভিসার প্রয়োজন হয়। তবে সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের নাগরিকদের ক্ষেত্রে এ নিয়ম শিথিল করে দিয়েছে চীন সরকার। এসব দেশের নাগরিকরা ১৫ দিনের বেশি সময় ভিসা ছাড়া চীনে ব্যবসা ও ভ্রমণ করতে পারেন।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালের মার্চে কঠোর ভ্রমণ বিধিনিষেধ আরোপ করেছিল চীন। তিন বছর পর এ বছর মার্চে বিধিনিষেধ তুলে নেওয়া হয়। মহামারির আগে প্রতিবছর লাখো আন্তর্জাতিক দর্শনার্থী চীনে ভ্রমণ করতো।